মাগুরার নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তানভির (৬) নামের এক শিশুর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নবগঙ্গা ব্রিজ থেকে প্রায় ১৫০ মিটার পশ্চিমে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এর আগে বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নবগঙ্গা সুইচগেট সংলগ্ন ব্রিজের রেলিংয়ের উপর খেলা করার সময় পা ফসকে নদীতে পড়ে যায় তানভির। সঙ্গে থাকা এক বন্ধু বিষয়টি জানালে স্বজন ও এলাকাবাসী দ্রুত খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও শিশুটিকে সেদিন খুঁজে পায়নি।
নিহত তানভির মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া গ্রামের আর্জু বিশ্বাসের ছেলে এবং পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ঘটনার পর শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।